ভোলা জার্নাল রিপোর্ট ||
মাসিক দরবারে মার্চ-২০২৪ইং সালের সেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর ভোলা র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জামাল উদ্দিন। পাশাপাশি ভোলার অস্থায়ী র্যাব ক্যাম্পটি র্যাব-৮ বরিশাল ব্যাটালিয়নের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে।
গত মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বরিশাল র্যাব-৮ ব্যাটালিয়ন দরবার হলরুমে তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
র্যাব-৮ এর লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম জানান, পুরো মাসের কাজের ওপর ভিত্তি করে বিভিন্ন অর্জনের পয়েন্টের মাধ্যমে সেরা কর্মকর্তা নির্বাচন করা হয়। তিনি বলেন, র্যাব-৮ বরিশাল বিভাগের ৮টি জেলা নিয়ে কাজ করে। এসব জেলাগুলোর সার্বিক বিষয় গুলো খতিয়ে দেখে এরপর পুরো মাসের কাজের শ্রেষ্ঠত্ব অর্জনের ভিত্তিতে ভোলা র্যাব ক্যাম্পের কমান্ডার মোঃ জামাল উদ্দিনকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও ভোলা অস্থায়ী র্যাব ক্যাম্পটি আভিযানিক কার্যক্রম বিবেচনায় মার্চ মাসের মাসিক পর্যালোচনায় বরিশাল ব্যাটালিয়নের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে।
You cannot copy content of this page