দৌলতখান প্রতিনিধি ||
ভোলায় নারীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে আসিফ (২০) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় ভোলা জেলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকা সংলগ্ন নুরু মিয়ার ঝালমুড়ির দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত আসিফ ওই ওয়ার্ডের মোঃ বাবুল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত হলেন- মোঃ দুলাল, বাবু, রাসেল, মিরাজ ও আব্দুল হান্নান।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এক নারীকে উত্যক্ত করার অভিযোগে দু’পক্ষের মধ্যে সন্ধ্যা ৬টার দিকে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার এক ঘন্টা পরে সন্ধ্যা ৭ টার দিকে শিক্ষার্থীর ভাই কবির, আহাদ, শামীম ও তাদের বন্ধু বান্ধব ৮/১০ জন মিলে নিহত আসিফ, রাসেল ও আমজাদের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। ভোলা সদর হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করে। অভিযুক্ত কবির, আহাদ চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছালেম মিয়ার ছেলে। নিহত আসিফের ভাই আমজাদ এক নারীকে উত্যক্ত করার সূত্রে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
এ বিষয়ে জানতে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। পুরো ঘটনা জানতে পুলিশের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ গণমাধ্যমকে জানানো হবে।
You cannot copy content of this page