ইয়ারুল আলম হেলাল ||
ভোলায় সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ” বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ইং। এ বছর প্রতিপাদ্য বিষয় ছিল ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’।
ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এসময় বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। এ ধরনের মেলার মাধ্যমে অনেকেই বিজ্ঞান প্রযুক্তির প্রতি আকৃষ্ট হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আকৃষ্ট করতে আমাদের এমন আয়োজন।এসময় তিনি প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। সেই কারণে আমরা বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে পারবে।
এবারের মেলায় ১৭টি স্টল স্থান পেয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহন করে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরছেন। মেলায় পরিবেশ দূষণ, উপকূলীয় বেড়িবাঁধ রক্ষা, নদীভাঙ্গন রোধ, পানি পরিশোধন, স্যাটেলাইট শহর প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনসহ সমসাময়িক সমস্যা সমাধানের কৌশল নিয়ে উদ্ভাবিত প্রযুক্তি মেলায় উপস্থাপন করছেন ক্ষুদে বিজ্ঞানীরা।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা তরিকুল ইসলামসহ স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শহরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করে। মেলায় কুইজ প্রতিযোগিতা এবং শ্রেষ্ঠ স্টল নির্বাচনের পুরস্কার দেয়া হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোশকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ভোলা উপজেলা প্রশাসন এ অলিম্পয়াডের আয়োজন করে। বুধবার পুরস্কার বিতরনের মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটবে বলে জানা যায়।
You cannot copy content of this page