নিজস্ব প্রতিবেদক।।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আওতাধীন ৯নং চরমানিকা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ছাত্রলীগ সভাপতি মোঃ নিজামউদ্দিন রাসেলকে ইউপি চেয়ারম্যান হিসেবে পেতে চায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
নিজাম উদ্দিন রাসেল দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা, চর-মানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, প্রবীণ নেতা মরহুম আব্দুর রব মিয়ার একমাত্র সন্তান। জানা যায়, প্রভাষক নিজাম উদ্দিন রাসেল ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। কলেজে পড়ুয়া অবস্থায় তিনি ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। পাশাপাশি তার নিজ এলাকা চরমানিকা ইউনিয়ন ছাত্রলীগের নিবেদিত সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সময় হতে এখন পর্যন্ত সাহস ও সততার সঙ্গে সভাপতি পদে দায়িত্ব পালন করছেন রাসেল।
তার পিতা মরহুম আব্দুর রব মিয়া চর-মানিকা ইউনিয়নে ছাএজীবনে ছাত্রলীগের রাজনীতিতে নেতৃত্বদান শুরু করে পর্যায়ক্রমে চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের (মূল দল) টানা কয়েকবার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ১৯৯৬ সালে চরমানিকা ইউনিয়নের ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে এ ইউনিয়নের জনগনের জনপ্রিয়তা অর্জন করেছেন। চরমানিকা এলাকার অসংখ্য রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা ইউনিয়ন বাসীর দ্বারপ্রান্তে সততার সাথে পৌছে দিয়েছেন তিনি। এছাড়াও তিনি ভোলা জেলা পরিষদের সম্মানিত সদস্য ছিলেন।
বর্তমান সময় পর্যন্ত চরমানিকা ইউনিয়নে একজন সৎ, আদর্শবান প্রবীন নেতা ও আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় গত ১৩ ই জানুয়ারী শনিবার বেলা ১২ টায় বার্ধক্যজনিত কারণে আবদুর রব মিয়া ইন্তেকাল করেন। স্থানীয় সূত্রে জানাযায়, তিনি ৬৯ বছর বয়সে প্রায় ৪৯ বছর সক্রিয় ভাবে আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।
অন্যদিকে ৯নং চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার ১৭ই নভেম্বর মৃত্যু বরণ করায় ইউপি সদস্য গিয়াসউদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চালাচ্ছে পরিষদের কার্যক্রম। নিয়মানুযায়ী ৩ মাস ১০ দিন পর অত্র ইউনিয়নে উপ-নির্বাচন হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃদেলোয়ার হোসেন। এই নির্বাচনকে সামনে রেখে এলাকায় পাড়া-মহল্লায় সর্বত্র চলছে ব্যাপক নির্বাচনী আলোচনা। এরমধ্যে ব্যাপক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা গেলেও আলোচনায় বেশী নাম উঠে এসেছে সৎ, আদর্শবান, যোগ্য, মেধাবী তরুণ হিসেবে সু-খ্যাতি অর্জনকারী ও দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠা সভাপতি নিজাম উদ্দিন রাসেলের। তাকে দল-মত-নির্বিশেষে এ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সর্বস্তরের জনগণ ও আওয়ামী নেতাকর্মীরা দেখতে চায় বলে ইতিমধ্যেই কলরব চলছে।
সরেজমিন জরিপে গিয়ে স্থানীয় বিভিন্ন পেশার জনগন ও একাধিক আওয়ামীলীগ নেতাকর্মীদের থেকে জানাযায়, নিজাম উদ্দিন রাসেলকে আওয়ামীলীগ থেকে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হবেন। স্থানীয় এক আওয়ামী নেতা বলেন, তিনি এলাকার একজন ত্যাগী আওয়ামীলীগ পরিবারের সন্তান। সে অত্র ইউনিয়নের মধ্যে খুব ভদ্র ছেলে, আমরা তার মধ্যে আগামীর ভবিষ্যত দেখতে পাই। তাকে ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে পেলে এলাকার অনেক উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়াও চরমানিকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে শতশত সাধারণ মানুষের মুখে মুখে নিজাম উদ্দীন রাসেলের প্রসংশার কথা শোনা যায়।
উপ-নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ছাত্রলীগ নেতা ও প্রভাষক মোঃ নিজাম উদ্দিন রাসেল বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। সে কিশোর বয়স থেকে শুরু করে এখন পর্যন্ত রাজনীতির সাথে জড়িত থেকে সাধ্যমত আমি মানুষের উপকার করে আসছি। আমাদের প্রাণ প্রিয় নেতা গণমানুষের বন্ধু ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় যদি আমাকে সুযোগ করে দেয় তাহলে সকলের দোয়া ও আপামর জনতার সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে এই নির্বাচনে অংশগ্রহণ করবো এবং আমার মরহুম পিতার মনের আশা ও ইউনিয়ন বাসীর স্বপ্ন পূরণ করবো। তিনি বলেন, বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের হাতে দেশ এগিয়ে চলছে। সেই ধারাবাহিকতায় আমি আমার ইউনিয়নকেও সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং চর-মানিকা ইউনিয়নকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে গড়ে তুলতে চাই। আর তাই তিনি চর-মানিকা ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগনের কাছে আন্তরিক দোয়া ও সমর্থন চান বলে জানান তিনি।
You cannot copy content of this page