মনিরুল ইসলাম ||
ভোলায় কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিবা’র মানবতার দেয়াল” এর ব্যবস্থাপনায় অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বিবা’র মানবতার দেয়ালে অসহায়দের মাঝে কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর উদ্যেগে এ কম্বল বিতরণ করা হয়। পূর্ব নির্ধারিত স্লিপ এর মধ্য দিয়ে অসহায় পরিবারগুলোর মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের কম্বল বিতরনের কথা শুনে ইতিমধ্যে অসংখ্য অসহায় পরিবার ভিড় জমায়। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তাদেরকে পরের সপ্তাহে স্লিপ প্রদানের মধ্য দিয়ে কম্বল বিতরনের আশ্বাস দেয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ এর সাবেক প্যানেল চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যক্ষ মিসেস শাফিয়া খাতুন।
বিতরন শেষে অধ্যক্ষ মিসেস শাফিয়া খাতুন বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি সমাজে এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গড়ে উঠলে অসহায়রা অনেক স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারবে। তিনি বলেন, সরকারের পাশাপাশি কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের মত যদি সবাই এভাবে অসহায়দের পাশে এগিয়ে আসে তাহলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের সহজ হবে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদকের নির্দেশনায় গ্রামে গঞ্জে প্রান্তিক পরিবারের মাঝেও তারা বিভিন্ন সময় দ্রব্য সামগ্রী পৌঁছে দিয়ে থাকেন। অসহায়দের জীবিকা নির্বাহের লক্ষ্যে তারা ব্যাটারি চালিত অটোরিকশা প্রদান করে থাকেন। তারই ধারাবাহিকত বিবা’র মানবতার দেয়াল এর মাধ্যমে অসহায়দের শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর সভাপতি ফাহমিনা মাসুদ সুভ্রা ও সাধারণ সম্পাদক হাসান ইস্তিয়াক বাবু’র পক্ষে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন প্রতিষ্ঠানের কার্য নির্বাহী সদস্য সুলতান মাহমুদ মঞ্জিল ও সদস্য আশরাফুল হক সোহেল।
বিবা’র মানবতার দেয়ালের পক্ষে নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বলেন, আমাদের একার পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়। কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের মত প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ যদি এভাবে এগিয়ে আসে আমাদের উৎসাহ উদ্দিপনা আরো বেড়ে যাবে।
উল্লেখ্য, বিবা’র ‘মানবতার দেয়াল’ নামক মানবিক সংস্থাটি গত রমজান থেকে প্রতি শুক্রবার অসহায়দের মাঝে চাল, ডাল, মুরগি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও পোশাকাদি এখান থেকে বিতরণ করে থাকে। এখানে বিত্তবানরা তাদের অব্যবহারিত পোশাকাদী ঝুলিয়ে রাখেন, অপরদিকে অসহায়রা প্রয়োজনমতো এখান থেকে তা নিয়ে ব্যবহার করেন। এছারাও প্রতি শুক্রবার বিবা’র মানবতার দেয়ালের পক্ষ থেকে সবজি-তরকারি বিতরণ করা হয়। নিত্য প্রয়োজনীয় পোশাক, তরি-তরকারি ও বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত মানবিক কাজে সহায়তা করে আসছে।
You cannot copy content of this page