ভোলা জার্নাল রিপোর্ট ||
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ইং এ উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের কার্যক্রম পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা পাকার মাথা নামক এলাকায় অস্থায়ী কোস্টগার্ড ক্যাম্পের কার্যক্রম ও কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন নির্বাচনী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে কোস্টগার্ড মহাপরিচালক বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে ভোলার স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের নিমিত্তে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া উপকূলীয় দ্বীপ জেলা ভোলার বিভিন্ন দুর্গম চরাঞ্চলের ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য কোস্টগার্ড সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান তিনি।
এছারা বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ডের ১০ প্লাটুন সদস্য ভোলা জেলার চারটি আসনে সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় আগামী ১০ ই জানুয়ারি পর্যন্ত মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানা যায়।
You cannot copy content of this page