মোঃ আরিয়ান আরিফ।।
ভোলা জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য ও বাপ্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহজাহান মিন্টু মোল্লার রহুের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে ভোলা জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা বিএনপির আহ্ববায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, সিনিয়র সদস্য আলহাজ্ব আমিন খান, ভোলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন বড় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ নুরে আলম। মিলাদ ও দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও বিএনপি নেতা শাজাহান মিন্টু মোল্লার, ভোলায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, ছাত্রদলের সভাপতি নূরে আলমের রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
গত ১৯শে ডিসেম্বর ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ৭০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মরহুম শাজাহান মিন্টু মোল্লা।
You cannot copy content of this page