ভোলা জার্নাল রিপোর্ট ||
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে ভোলার লালমোহনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) ১২.০০ টায় ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শওকত আলী, বিভাগীয় কমিশনার, বরিশাল, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ্, পিপিএম অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন্স) বরিশাল, মোঃআলাউদ্দীন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,বরিশাল, মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরিফুজ্জামান, জেলা প্রশাসক, ভোলা ও রিটার্নিং অফিসার,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এ সময় ভোলা জেলা পুলিশ, জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page