সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

ভোলার বোরহানউদ্দিনে সরকারি খালে ব্যাক্তিগত স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ উপজেলা ভূমি কর্মকর্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার পঠিত

আশিকুর রহমান শান্ত||

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৌদ্ধের পোল নামক বাজারে সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে গত কয়েকদিন যাবত সরকারি খাল দখল করে পাইলিং করে মাটি ভরাট করে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শফিক মাষ্টারের বিরুদ্ধে।

জানাযায়, অবৈধভানে খাল দখলদার শফিক মাষ্টার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো: আমীর হোসেনের ছেলে। সরকারি খাল দখল করে তার স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছে এমন খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) কে অবগত করেন। সাংবাদিকদের থেকে তথ্য পেয়ে এসিল্যান্ড মোঃ নাজমুন হাসান তাৎক্ষণিক গঠনাস্থলে এসে ঘটনার সত্যতা পেয়ে সাথে সাথে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বোরহানউদ্দিন উপজেলার বৌদ্ধের পোল বাজারের এই খালটি প্রায় শত বছরের পুরানো। কিছু অসাধু লোক ক্ষমতার দাপট দেখিয়ে শত বছরের পুরনো খাল দখল করে স্থাপনা নির্মাণের কাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপে আজ আমাদের শত বছরের পুরনো এই খালটি দখলের হাত থেকে রক্ষা পেল। এজন্য আমরা এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানাই।

এছারাও নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের আরেক ব্যবসায়ী দুঃখ প্রকাশ করে বলেন, শত বছরের এই খালটি দিয়ে পানি যাতায়াত করে। এভাবে দিনের পর দিন খাল দখল হতে থাকলে একসময় খালটি হারিয়ে যাবে তাই এখনই দখলদারদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে।

খাল দখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি নিয়ে খাল দখলকারী শফিক মাষ্টার এর কাছে জানতে চাইলে তিনি সরকারী খাল দখলের কথা স্বীকার করেন।

এই ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রব কাজী বলেন, কোন ভাবেই বৌদ্ধের পোলের খালটি দখল করতে পারেনা কেউ। এভাবে খালগুলো দখল করতে থাকলে পানি প্রবাহের সকল পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে। তিনি বলেন, আমি এ খাল উদ্ধারের ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তার সাথে যোগাযোগ করব।

বোরহানউদ্দিন উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) নাজমুন হাসান ভোলা জার্নাল’কে জানান, খাল দখল করে পাইলিং করে মাটি ভরাট করার অভিযোগ পেয়ে আমি নিজে সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পাই। তাৎক্ষণিক অবৈধভাবে খাল দখলের চিত্র দেখে খালের মধ্যের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page