শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে ভোলা একটি বীরের জেলা- সারজিস আলম ভোলায় ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় মুসুল্লিদের পুরস্কৃত করলেন কমিটি ভোলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটকের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি কোস্টগার্ডের বিরুদ্ধে ভোলায় রাতের আধাঁরে বেড়িবাঁধের শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ জনবল সংকটে ভোলা সদর হাসপাতাল; ১০০ শয্যার জনবল দিয়ে চলছে ২৫০ শয্যার কার্যক্রম, ব্যাহত চিকিৎসা সেবা ভোলার ধনিয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শৈত্য প্রবাহে কাঁপছে ভোলা, ছড়িয়ে পড়ছে ঠান্ডাজনিত রোগ ভোলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চরফ্যাশনে পরিত্যাক্ত নসিমন থেকে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি জব্দ

ঈদকে সামনে রেখে জমে উঠেছে ভোলার কোরবানির পশুরহাট

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

সাখাওয়াত শাকিল ||

ভোলার কোরবানির পশুরহাট জমে উঠতে শুরু করেছে। এবছর জেলায় ৭৩টি পয়েন্টে হাট বসছে। পাশাপাশি অনলাইন প্লাট ফর্মেও বসানো হয়েছে ৮টি হাট। সেখানে ২৫ হাজার গরু বিক্রি লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর। এদিকে হাটগুলোতে দেশীয় জাতের গরুর উপস্থিতি অনেকটা বেশি। তবে দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।

বিক্রেতারা বলছেন, পশুখাদ্যের দাম বাড়ায় লোকসান এড়াতে বাড়ানো হয়েছে দাম। দাম নাগালের বাইরে বলে অভিযোগ ক্রেতাদের। এবার হাটে কাজ করছে ২১টি ভেটনারি টিম। রোগে আক্রান্ত গরু যেন বিক্রি না হয় সেজন্য হাটগুলোতে এসব ভেটনারি টিম স্থাপন করা হয়েছে। জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে আগে থেকেই গরুকে মোটাতাজাকরণ বা ইস্টপুস্ট করেছেন খামারিরা। বাহারি রং ও আকারের গরু দেখা গেলেও কেনা-বেচা কিছুটা কম। গত বছরের তুলনায় গরুর দাম অনেকটাই বেশির বলে অভিযোগ করেন ক্রেতারা।

ক্রেতা মো. রহমান বলেন, গরু দাম অনেকটা বেশি, আমাদের নাগালের বাইরে। তাই হাট ঘুরে ঘুরে পছন্দের গরু কেনার চেষ্টা করছি। একই বক্তব্য অন্য ক্রেতাদের। পশুর খাদ্যের দাম বাড়ায় খরচ পুশিয়ে নিতে এবার বাধ্য হয়েই পশুর দাম বেশি বলে মন্তব্য খামারি ও বিক্রেতাদের।

খামারি হোসেন ও আকতার হোসেন বলেন, পশু খাদ্যের দাম বাড়ার ফলে দাম কিছুটা বেশি। আরও হাট রয়েছে তখন আরও বাড়তে পারে। এ অবস্থায় আবার যদি ভারতীয় গরু হাটে উঠে সে ক্ষেত্রে লোকসান হবে বলে মন্তব্য খামারি ও বিক্রেতাদের। হাটগুলোতে আক্রান্ত গরু বিক্রি বন্ধে ২১টি ভেটনারি টিম বসিয়য়েছে প্রাণিস¤পদ দপ্তর। আর তাই চাহিদার চেয়ে বেশি গরু সরবরাহ রয়েছে হাটগুলোতে। সরাসরি বিক্রির পাশাপাশি এবার অনলাইনেও গরু-ছাগল বিক্রি হচ্ছে বলে জানায় প্রাণিস¤পদ দপ্তর।

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার ম-ল বলেন, চাহিদার চেয়েও প্রায় ৫ হাজার গরু সরবরাহ রয়েছে। এবার চাহিদা রয়েছে ৮৪ হাজার ৪০০ সেখানে প্রস্তুত আছে ৯১ হাজার ১০০টি গরু। জেলায় ২ হাজার ৪৪৫টি বাণিজ্যিক ও ১৫ হাজার পারিবারিক খামারে গরু, মহিষ ও ছাগল রয়েছে ৭ লাখের বেশি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page