ভোলা জার্নাল রিপোর্ট ||
মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ১০.০০ ঘটিকায় ভোলা জেলা পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৩ইং উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভোলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃআরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার বিপিএম মোঃমাহিদুজ্জামান।
এসময় মোঃ মোশারেফ হোসেন, চেয়ারম্যান, জেলা পরিষদ, ভোলা সদর, ভোলা, সজল চন্দ্র শীল, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর, ভোলা, বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদ, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা, নজরুল ইসলাম গোলদার, প্যানেল চেয়ারম্যান-১, জেলা পরিষদ, ভোলা, বীর মুক্তিযোদ্ধা মোঃশফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানগন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page