ভোলা জার্নাল ডেস্ক রিপোর্ট ||
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নবেম্বর) সন্ধ্যায় ৭টা ৪৮ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। মৌমিতা পরিবহন নামের ওই বাসে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানা যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের সহকারী উপপরিচালক শাহজাহান সিকদার সংবাদমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, অগ্নি সংযোগের তথ্য পেয়ে রাত ৮টার দিকে পোস্তগোল্লা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে যায়। অন্যদিকে, একই দিনে সকালে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্বৃত্তরা একটি পন্যবাহী ট্রাকে আগুন দেয় ।
গৌড়নদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল মোল্লা বলেন, দুর্বৃত্তরা প্রথমে সড়কে গাছ ফেলে ট্রাকটি থামায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। তথ্য পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ট্রাক চালক কাউসার হোসেন এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন।
sue- T/D/S/BJ
You cannot copy content of this page