ইয়াছিনুল ঈমন, ভোলা।
ঘূর্ণিঝড় মিধিলা’র টান্ডবে ভোলা সদর উপজেলার” এ্যাডভান্স অটো ব্রিকস ” ইট ভাটার শেড বিধ্বস্ত হয়ে সম্পূর্ণরূপে পড়ে গেছে। এতে করে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তাছাড়া ভোলা সদর উপজেলার রূপালী ব্রিকস, মেঘনা ব্রিকস, একতা ব্রিকসে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।
এ্যাডভান্স অটো ব্রিকসের ইটভাটায় সরেজমিনে গিয়ে দেখা যায় ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো ইটভাঁটাটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে। পুরো শেডটি মাটিতে পরে রয়েছে। এর কারনে ইট উৎপাদন ১ দিন বন্ধ ছিল।
এ বিষয়ে এ্যাডভান্স অটো ব্রিকস এর পরিচালক মাহমুদ হোসেন সুমন বলেন, বড় আকারের শেডটি ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বস্ত হওয়ার কারণে আমাদের ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। পড়ে যাওয়া শেডের নিচে থাকা অন্যান্য মালামাল ও নষ্ট হয়ে গিয়েছে। কারখানায় উৎপাদন বন্ধ থাকার কারণে শ্রমিকরা ১ দিন কর্মহীন ছিল।
তিনি আরো বলেন, আমাদের ইটভাটায় ৩ শতাধিক শ্রমিক কাজ করে। সরকারের কাছে আমাদের দাবি র্আথিক ক্ষতি পোষানোর জন্য অনুদান দেয়া হোক এবং ব্যাংক ঋণ এর সুদ মওকুফ করা হোক। পাশাপাশি ভ্যাটের হার কমানো হলে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা সহযোগিতা হবে।
You cannot copy content of this page