সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

ভোলায় গ্যাসের দাবিতে আন্দোলন আরো জোরদারের প্রস্তুতি: পূর্নাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ||

ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নসহ সাত দফা দাবি বাস্তবায়নে এবং আন্দোলন আরও জোরদারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে শনিবার সকালে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের এক সভা সদর রোডের কো-অপারেটিভ অফিসে অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী।

এসময় বক্তব্য দেন প্রবীন সাংবাদিক এম আবু তাহের, মু: শওকাত হোসেন, শিক্ষক মহিউদ্দিন, গোলাম মাহমুদ, আবু তাহের, কামরুল আহসান হিরন, শিমুল চৌধুরী, জিয়াউল মোর্শেদ, আশরাফ মোর্শেদ সরওয়ার প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের টাকা তছরুপ করার অভিযোগ এবং যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতাসহ নানা অভিযোগে গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের ভোলা জেলা কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দীনকে তার ওই পদ থেকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আত্মসাৎকৃত টাকা এস এম বাহাউদ্দীনের কাছ থেকে আদায়ের জন্য প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী জেলা কমিটিকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের এক সভা শেষে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে সভাপতি, কামরুল আহসান হিরনকে সাধারণ সম্পদক ও শিমুল চৌধুরী কে সাংগঠনিক সম্পাদক করে গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের ভোলা জেলা কমিটির ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি- মহিউদ্দিন, গোলাম মাহমুদ, জিয়াউল মোর্শেদ, সহ-সম্পাদক- আশরাফ মোর্শেদ সরওয়ার, কোষাধ্যক্ষ- আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক জগলুল হায়দার ও প্রচার সম্পাদক আদিল হোসেন তপু।

সভায় অগ্রাধিকার ভিত্তিতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যাবহার করা, ইন্ট্রাকো লিমিটেডের সঙ্গে গ্যাস বিক্রয় চুক্তি বাতিলের দাবিতে বক্তারা চলমান আন্দোলন গতিশীল করা এবং দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page