নিজস্ব প্রতিনিধি ||
ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেওয়ার অপরাধে আইয়ুব আলী (২১) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গ্রেফতার হওয়া আইয়ুব ভোলা জেলার মনপুরা উপজেলার ২ নং হাজির হাট ইউনিয়নের চর মতিন গ্রামের মৃত আব্দুল ওদুদ পাটোয়ারীর ছেলে। রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে আটটায় তাকে আটক করা হয় ।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জহির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আইয়ুব আলী একজন শিবির কর্মী। সে প্রায় সময়ই তার নিজের ফেসবুক টাইমলাইনে সরকার বিরোধী স্ট্যাটাস দিয়ে থাকেন। স্থানীয়রা এই বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে এবং আগামীকাল তাকে আদালতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।
You cannot copy content of this page