নিজস্ব প্রতিবেদক ||
ভোলা জেলার পুলিশ সুপার ভেদুরিয়ায় বসত ঘরে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ রবিবার (২৯ অক্টোবর) ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ উত্তর ভেদুরিয়ায় মোঃ নুরুল ইসলাম এর বসত ঘরে আগুন লাগিয়া বসতঘরসহ সুমাইয়া নামক ১২ বছর বয়সী এক শিশু আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান, বিপিএম।
এসময় পুলিশ সুপার মহোদয় ঘটনাটির সঠিক ও নিরপেক্ষভাবে তদন্তপূর্বক মূল রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে ক্ষতিগ্রস্থ পরিবারকে আশ্বস্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(তদন্ত), জনাব মোঃ আল মামুন, ভোলা সদর মডেল থানা ও ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর জনাব মোঃ ইনজামুল হোসেন।
You cannot copy content of this page