ভোলা জার্নাল রিপোর্ট।।
হঠাৎ ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার। গত বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর ২০২৪) ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ভোলা সদর উপজেলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এসময় তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং,সাইবার বুলিং,কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, গুরুত্বপূর্ণ স্থাপনা, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদানসহ পুলিশি কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশন প্রদান করেন।
এসময় ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: হাসনাইন পারভেজ ও তদন্ত কেন্দ্রের আইসি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page