আশিকুর রহমান শান্ত
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় ইউনিয়নের গোটাউন পাটোয়ারী বাড়ি জামে মসজিদে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল গাফফার।
বৈঠকে প্রধান অতিথি মাওলানা কামাল হোসেন ৭ সদস্য বিশিষ্ট জামায়াতে ইসলামী ধনিয়া ইউনিয়ন কমিটি ঘোষণা করেন। সূরা সদস্য ও সকলের সম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মাস্টার মনির হোসাইন, সাধারণ সম্পাদক হিসেবে মাস্টার আব্দুর রহিম নাজিম কে দায়িত্ব দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ বজলুর রহমান, বাইতুলমাল যুব ও পেশাজীবী বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হোসাইন, ওলামা বিভাগ বিষয়ক সম্পাদক মাওঃ সামসুল আলম, শ্রমিক কল্যাণ বিভাগ সম্পাদক মোঃ ইস্রাফিল, প্রকাশনা ও অফিস হাফেজ মাওলানা নেছার উদ্দিন ও সমাজ কল্যাণ সম্পাদক সম্পাদক মোঃ মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপজেলা এবং ধনিয়া ইউনিয়ন এর বিভিন্ন দায়িত্বশীলরা।
You cannot copy content of this page