ভোলা জার্নাল রিপোর্ট।।
ভোলায় বিএনপির সমাবেশে হামলা, গুলি, বোমা বিস্ফোরন ও দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ কে প্রধান আসামি করে ৮৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) মোঃ আরিফ হোসেন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। মামলা তালিকায়, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নুবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব’সহ আওয়ামীলীগের আরও ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামী করে ভোলা সদর মডেল থানায় এ ফৌজদারি মামলা টি দায়ের করা হয়।
You cannot copy content of this page