আগুনে পুরে যাওয়া টেইলার্সের দোকান মালিক স্বপন (ছিদ্দিক) জানান, তার দোকানের শুরু থেকে প্রায় ৮ লক্ষ টাকার কাপড়ের মালামাল ছিলো, এখন সে সব কিছু হারিয়ে পথে বসতে শুরু করেছে। ফাস্ট ফুডের দোকান মালিক মোঃ মনির হোসেন জানান, আমার দোকানে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল ছিলো, আগুনে পুরে সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমি পথের ফকির হয়ে গেলাম।
ভেলুমিয়া ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। কীভাবে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে এটি তদন্ত করে বিস্তারিত জানা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকার বেশি, তবে অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি জানা যায়।