চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলায় বয়লার মেশিন বিস্ফোরণে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানাযায়, শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে চর মাদ্রাজ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবস্থিত মুন্নী রাইসমিলে এই ঘটনা ঘটে। এতে নিহত মো: আল-আমীন (৩৫) চর-আফজাল গ্রামের বাসিন্দা। আহতরা হলেন মিলটির মালিক মনির মুন্সি (৪৫) এবং আল-আমীনের বড় ভাই ফিরোজ (২৫)। তারা তিনজনই ওই মিলের কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে মিলের বয়লার মেশিন বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এসময় ঘটনাস্থলেই আল-আমীন মারা যান। মনির এবং ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।
You cannot copy content of this page