সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

আওয়ামীলীগ মোকাবিলায় ভোলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩৭ বার পঠিত

ভোলা জার্নাল রিপোর্ট।। 

আওয়ামীলীগের ষড়যন্ত্র ও নাশকতা মোকাবেলা রুখে দিতে ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদর কালিনাথ রায়ের বাজারের হাটখোলা মসজিদের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তবে আওয়ামীলীগের কোন নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি।

এসময় তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আমলে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান। তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। তারা আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশের ক্যাম্পাসগুলোতে হত্যা, নির্যাতন, নিপীড়ন, ছাত্রাবাসে সিট-বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ সব ধরনের অপকর্ম করেছে। এসব অপকর্ম করে তারা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে।

বক্তারা অবিলম্বে এসব অপকর্মে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগসহ তার দোষর নেতাকর্মী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন দলের ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীরা এতে অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page