সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

ভোলা পৌর জাতীয় যুব সংহতি’র কমিটি বিলুপ্তি ঘোষনা, পূর্ণগঠনে সাংগঠনিক কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

ভোলা জার্নাল রিপোর্ট।। 

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতি ভোলা পৌর শাখার কমিটি’সহ এর আওতাধীন পৌরসভার নয়টি ওয়ার্ডের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এতে করে অনেকেই মনে করছে দলটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে।

শনিবার (৯ নবেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভোলা জেলা শাখার নতুন বাজারস্থ পার্টি অফিস কার্যালয়ে পূর্ব নির্ধারিত সভা ডেকে ভোলা জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা এবং জেলা জাতীয় যুব সংহতির অংগ সংগঠন ভোলা পৌর কমিটির নেতৃবৃন্দ, সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ভোলা পৌরসভার নয় ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক’সহ সকল নেতাকর্মীদের উপস্থিতিতে পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ভোলা জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম সিদ্দিকী টিটু। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখন থেকে পৌরসভার সকল ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা শুরু করেন। প্রতিটি ওয়ার্ডে নতুন নেতৃত্বের মাধ্যমে কমিটি করা হবে এবং সকল ওয়ার্ড কমিটি পূর্নগঠন করা হবে। এরপরে দলের মাননীয় চেয়ারম্যনের নির্দেশ মোতাবেক পৌর শাখা যুব সংহতির সম্মেলনের মাধ্যমে ভোলা পৌর যুব সংহতির নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

ভোলা পৌর শাখা যুব সংহতির সভাপতি মাহিদুল ইসলাম শুভ’ এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা শাখার আহবায়ক নুর আলম সিদ্দিকী টিটু। তিনি বলেন, কমিটি বাতিল বা পরিবর্তন আনা দলের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ। এটা খুব স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। যেসব জায়গায় কমিটি বিলুপ্ত হয়েছে সেখানে নতুন কমিটি আসবে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি।

এছারাও বিশেষ অতিথির বক্তব্যে ভোলা জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি মো:আনোয়ার হোসেন বলেন, আগামী দিনে ভোলার পাড়া-মহল্লা, পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নে যুব সংহতির সকল ইউনিট কমিটিগুলোকে শক্তিশালী করতে হবে এবং ভোলার সব মানুষের কাছে যুবসমাজের অহংকার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের তথা বিজেপির দাওয়াত পৌছে দিতে হবে।

ভোলা জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন সর্দার বলেন, আমরা সবাই ঐক্যবদ্য হয়ে যুব সংহতিকে আরো বেশী এগিয়ে নিয়ে যেতে হবে। যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা পার্থ ভাইকে নির্বাচিত করতে সহজ হবে।

সাবেক জাতীয় ছাত্র সমাজ নেতা মো: শাওন বলেন, আমাদের নেতা ভোলা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন করবেন। অতএব আমরা সকলে ঐক্যবদ্য থেকে ভোলায় ঘরেঘরে বিজেপির দূর্গ গড়ে তুলতে হবে এবং পার্থ ভাইর হাতকে শক্তিশালী করতে হবে। এছারাও অনুসঠানে বক্তব্য রাখেন, ভোলা জেলা যুব সংহতির নেতা মো: বাবুল, মাইনুল মিঝি, মো: সালাউদ্দিন সহ অন্যন্যরা।

এসময় ভোলা জেলা জাতীয় যুব সংহতির নেতা মো:বাবু, সোহাগ মাঝি, পৌর যুব সংহতির সম্পাদক মো: দুলাল, ভোলা সদর উপজেলা যুব সংহতির সভাপতি আবু তাহের ও সম্পাদক মো:হোসেন, সাবেক ছাত্র সমাজ নেতা ইসমাইল হোসেন আরিফ, রাজিব, রুবেল, মিজান ও মহসিন সহ ভোলা পৌর যুব সংহতির নয় ওয়ার্ডের কমিটির সভাপতি ও সম্পাদকসহ সকল নেতৃস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page