সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

আর কোন চোর-ডাকাত কে ক্ষমতায় দেখতে চাই না: ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

ইয়ামিন হোসেন, ভোলা।

ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাফ আলী আকন বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ তৈরি হয়েছে। এ বাংলাদেশে আর কোন চোর-ডাকাত কে ক্ষমতায় দেখতে চাই না, এবং আসতে দেওয়া হবে না।

আজ শনিবার (৯ নবেম্বর) বিকালে পূর্ব ইলিশা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে নিজাম উদ্দিন স্কুল মাঠে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে তিনি আরো বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ইসলামী আন্দোলনে কোন চোর নেই, ডাকাত নেই। একটি শান্তির দল এবং সৎ নেতা পীর সাহেব চরমোনাই।

তিনি অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস কে উদ্দেশ্য করে বলেন, গত তিন মাসে আপনিসহ অন্য উপদেষ্টাদের কোন বদনাম বের হয়নি। আশা করি এ দ্বারা অব্যাহত রাখবেন। আর যদি কথা রাখতে না পারেন, তাহলে ছাত্র-জনতা আপনাদের বিপক্ষে চলে যাবে।

আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই তারা মানুষের বাক-স্বাধীনতা হরণ করেছে। ভোটারধিকার হরণ করেছে। গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে বলেও জানান আশ্রাফ আলী আকন।

কেন্দ্রীয় এই সিনিয়র নেতা বলেন, এ দেশের জনগণ কে ধন্যবাদ জানাই তারা যাদের যোগ্য মনে করে তাদের ক্ষমতায় বসায়, যাদের ঘৃণা করে তাদের চৌদ্দ হাত মাটির নিচে ডুবিয়ে দেয়। এ দেশের নেতারা খারাপ, জনগণ ভাল।

গণ সমাবেশে প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা বলেন, গত আওয়ামীলীগের আমলে ভোলায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। ভোলাবাসীর স্বপ্ন ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন হয়নি ভোলার দীর্ঘ বছরের শাসক গোষ্ঠীর জন্য।

ভোলা সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা আরো বলেন, ভোলা-বরিশাল সেতু তালিকায় ৪ নাম্বারে থাকলেও বাস্তবায়ন হয়নি। শুধু আমাদের রাজনৈতিক নেতারা কে কি দায়িত্ব নিবেন, কে বালু দিবেন… এসব ব্যক্তি স্বার্থের জন্য। ওবায়েদ বিন মোস্তফা বলেন, ভোলার গ্যাস চলে যাচ্ছে কিন্তু সেতু হচ্ছে না। এ সেতু বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে।

পূর্ব ইলিশা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুহাম্মাদ আলাউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা (উত্তর) সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদান।

পূর্ব ইলিশা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন এর ভোলা জেলার সভাপতি ও পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page