স্টাফ রিপোর্টার||
ভোলায় ঐতিহাসিক ‘৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোলা জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভোলা জেলা শাখার উদ্যোগে জেলা সদরের কার্যালয়ের সামনে থেকে এ র্যালি বের হয়। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, যুগ্ম- আহ্বায়ক এনামুল হক মাস্টার, যুগ্ম আহ্বায়ক মোঃ বশির আহমেদ হাওলাদার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ও সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টু ও সাধারণ সম্পাদক আবুল হাসানাত তসলিম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার সহ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা।
র্যালিটি ভোলা শহরের সদর রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় দিয়ে সরকারি স্কুলের মোড় হয়ে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়। এসময় র্যালিতে ভোলা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
You cannot copy content of this page