সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

ভোলায় প্রতারক জাবেদের প্রতারণার কৌশল কত প্রকার, জানুন বিস্তারিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪০ বার পঠিত

ভোলা জার্নাল রিপোর্ট।। 

প্রতারক জাবদে এর প্রতারনায় নিঃস্ব হবে আর কত জন! এমনই প্রশ্ন এখন এলাকায় সবার কাছে। জাবেদ ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের শাহে আলম চকিদার এর ছেলে। পড়াশোনা বেশি না করেলও তবে প্রতারনায় বেশ পটু। কিভাবে মানুষকে পটাতে হবে তা বেশ রপ্ত তার কাছে। মিস্টি মিষ্টি কথা শেষে বিনিয়োগের নামে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তা পুরোটাই প্রতারনা করে হজম করে ফেলে।

সেই টাকা ফেরত চাইতে গেলে কাজে লোকসান দেখিয়ে বিনিয়োগকারীদের নিস্ব করে দেয়। আবার বিনিয়োগকারীদের নামে মামলা দিয়েও নগদ টাকা ও কাজের লাভের অংশ না দেয়ার ফন্দি আকে। কখনো মা’কে বাদি করে আবার ভাইকে দিয়ে মানুষকে হয়রানি করে প্রতারক জাবেদ। এখাবেই প্রতারক জাবেদ এর হাতে নিস্ব হয়েছেন এমন অনেকের সাথে কথা বলে এমন তথ্য জানা যায়, বাপ্তা এলাকার বাসিন্দা নাদিম (৩০)বেসরকারি প্রতিষ্ঠানে একটি চাকুরি করে। বেশি লাভের প্রলোভন দেখিয়ে নাদিম এর স্ত্রীর সর্ন অলংকার বিক্রি করে ঠিকাদারিতে পার্টনার করে প্রতারক জাবেদ। কাজে লোকসান দেখিয়ে হাতিয়ে নেয় তার টাকা। মূল চালান এর টাকাই ফেরত পায়নি আজও অবদি। বালু ও সিমেন্ট ব্যাবসায়ী রিয়াজ মাতাব্বর একজন সফল ব্যবসায়ী। ঠিকাদারী কাজের পার্টনার করে তার কাছ থেকে নগদ টাকা ও রড, বালু, সিমেন্ট নিয়েছে। আজও সেই প্রায় ১০ লক্ষ টাকা না ফেরত দিয়ে মহসিন নাগর এর নামে লইসেন্স থেকে বিল তুলে খেয়ে ফেলেছে প্রতারক জাবেদ।

জানা যায়, তছির গোলদার (৫৫) তার নিজ এলাকার বাসিন্ধা, ভালো লাভের কথা বলে ২০১০ সালের দিকে ঠিকাদারি কাজের জন্য টাকা নেয় প্রতারক জাবেদ। আজ অবদি সেই টাকা দেয়ার কোন খবর নেই। এ যাবত কয়েক জোরা জুতা ক্ষয় হয়ে গিয়েছে, টাকা পাবে কিনা তা আল্লাহ জানেন। কামাল বেপারী (৪০) পেশায় একজন মাছের আড়ৎদার। ২০১৪ এর দিকে ঠিকাদারির কথা বলে টাকা নিয়েছে প্রতারক জাবেদ। পরে ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন কবিরসহ শালীশের পরও আজও টাকা দেয়া খবর নেই।

প্রতারক জাবেদ এর হাতে নিঃস্ব রুবেল। ভোলা সদর উপজেলা এলজিআরডির বাউন্ডারি ওয়াল এর একটি ঠিকাদারি কাজ করে আজ অবদি লাভের অংশ পায়নি তিনি। বরং তাকে হত্যা করার জন্য একাধিক সন্ত্রাসী দিয়ে হুমকি দেয়া হচ্ছে। ওই রুবেল এখন জীবন নিয়ে মরনের হুমকিতে আছে।

এদিকে ঠিকাদারি কাজের বিলের টাকা মহসিন নাগর লাইসেন্স দিয়ে তুলে নিয়ে গিয়েছে প্রতারক জাবেদ, তার বাকি অংশীদার রিয়াজ মাতাব্বরসহ কারো টাকাই প্রতারক জাবেদ প্রদান করেনি। ভুক্তভোগি ও তাদের পরিবারের সদস্য , শালীশদারের সাথে কথা বলে জানা যায়।

জাবেদ এর প্রতারনার ফিরিস্তি তুললে আরো অনেক অভিযোগ রয়েছে বলে এলাকায় খোজ করে জানা যায়। কখনো বেশি লাভের প্রলোভন দেখিয়ে, কখনো ঠিকাদারি কাজের পার্টনার করে, আবার কখনো কাজের খরচের নামে টাকা লুটেপুটে খেয়ে কাজে লোকসান দেখিয়ে এবার বিনিয়োগকারীদের নিস্ব করে দেয়াই প্রতারক জাবেদ এর কাজ। তবে তার রয়েছে এক শক্তিশালী সিন্ডিকেট। কিলার গ্রুপ এর সদস্য রয়েছে জাবেদ এর গ্রুপ এ। কখনো আইনশৃঙ্খলা বাহীনির পরিচয়ে খুন, গুম করবে বলে হুমকি ধাকমি দেয়া হয় তার সিন্ডিকেট এর মাধ্যমে। কখনো বিভিন্ন নেতাদের পরিচয় দিয়ে হুমকি। এভাবেই চলছে প্রতারক জাবেদ এর প্রতারনার রমরমা ব্যাবসা।

তবে এ বিষয়ে জাবেদ এর সাথে কথা বলার চেস্টা করা হয় একাধিক ভাবে। তবে অনেকের মতে পালাতক রয়েছে। তার দুই টি মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page