সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

ভোলা প্রেসক্লাবে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

ভোলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাংবাদিক এইচএম নাহিদ’সহ দুই জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভোলা প্রেসক্লাবে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

এই ঘটনায় আহত সাংবাদিক নাহিদ নিজে বাদী হয়ে ভোলা সদর থানায় (১৮ অক্টোবর) শুক্রবার সকালে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৫৮।

ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক নাহিদ জানান, বৃহস্পতিবারে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যকালে সাংবাদিক কামাল উদ্দিন সুলতান আওয়ামীলীগের দোষরদের পক্ষে কথা বললে আমি তার প্রতিবাদ করি। এ সময় কোন কিছু না বুঝার আগেই এনটিভির প্রতিনিধি আফজাল হোসেন ক্ষিপ্ত হয়ে আমাকে গালমন্দ করেন। আমি প্রতিবাদ করলে অন্য সহকর্মীরা আমাদের দুজনকে শান্ত করে দিয়েছেন। তার কিছুক্ষণ পর আফজাল হোসেন ফোন করে তার শ্যালক মোঃ আলীসহ ২০/২৫ জন সন্ত্রাসীদের ঘটনাস্থলে আনে ও আমার উপর অর্তকিত হামলা চালিয়ে আমাকে এবং আমার সাথে থাকা জাফর ইকবালকে পিটিয়ে আহত করেন। পরবর্তীতে আমাকে এবং আমার জাফরকে অন্যান্য সহকর্মী সাংবাদিকরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করে। জাফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশালের শেরে বাংলা মেডিকেলে পাঠিয়েছে চিকিৎসক। নাহিদ বলেন, মারধরের সময় নাহিদের সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা।

এদিকে ভোলা প্রেসক্লাবের মধ্যে সৃষ্ট এ ঘটনায় নাহিদ বাদী হয়ে ভোলা সদর থানায় শুক্রবার একটি মামলা দায়ের করেন। যার নং-৫৮, তারিখ-১৮/১০/২০২৪ইং। এতে আসামী করা হয়- এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন ও তার ক্যামেরাপার্সন গোলাম কিবরিয়া সহ তার শ্যালক মোহাম্মদ আলীকে।

এ বিষয়ে আফজাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভোলার কমর্রত গণমাধ্যম কর্মীরা। অন্যদিকে, দুপুরের এই অনাকাঙ্খিত ঘটনার পর সন্ধ্যায় এক জরুরী সভা ডাকে ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি। ওই সভায় ভোলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সকল বক্তারা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আয়োজিত সভায় সাংবাদিক আফজাল হোসেন যে বিশৃঙ্খল ঘটনা ঘটিয়েছেন তার এই অপরাধের কারণে ভোলা প্রেসক্লাব থেকে তাকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিস্কারের দাবী জানান বক্তারা।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু শাহাদাত মোঃ হাসনাইন পারভেজ জানান, বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিক এইচএম নাহিদের উপর হামলার ঘটনায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে আহত সাংবাদিক নাহিদ। যার মামলা নং-৫৮। তিনি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি এবং আলামত জব্দ করেছি। যেহেতু মামলা দায়ের হয়েছে, অতএব অভিযুক্ত আসামীদের গ্রেফতার’সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page