ভোলা জার্নাল রিপোর্ট।।
দখলদার ও চাঁদাবাজকে কোন রকমের প্রশ্রয় বা ছাড় দেবেন না বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের তরুণ নেতৃবৃন্দরা। এই সংগঠনের অভিভাবক – দেশের সকল শ্রেণী পেশার মানুষের ন্যায় বিচারের আশা-প্রত্যাশার ঠিকানা ও যুব সমাজের অহংকার ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তার সংগঠনে কোন রকমের চাঁদাবাজি ও দখলদারদের স্থান হবেনা ও থাকতে পারেনা। আমাদের নেতা শুধু ভোলার নয় তিনি সারাদেশের গর্ব” এমন দলের নেতাকর্মীরা কোন অনিয়ম ও বিশৃংখলার সাথে জড়িত থাকতে পারেনা, বরং কোন দলীয় ব্যক্তি বা গোষ্ঠী কোনরকমের বিশৃংখল পরিবেশ সৃষ্টি করতে চাইলে, তাদের শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলা শাখার আহবায়ক ‘মানষ ঘোষ শান্ত এক রাজনৈতিক সভায় এসব কথা বলেন।
মঙ্গলবার (৮অক্টোবর) বিকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের ইউনিয়ন কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজাপুর ইউনিয়ন বিজেপি ও জাতীয় ছাত্র সমাজ নেতা কর্মীদের উদ্দেশ্যে শান্ত ঘোষ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই নির্বাচন করবে। সেই লক্ষ্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ছাত্র সমাজের সাইনবোর্ড ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিযোগ্য ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তিনি। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মোঃ পারভেজ, জেলা ছাত্র সমাজ নেতা আনোয়ার হোসেন, স্বপন মিঝি, মোঃ হোসেন, ইংরোজ আলম টিমন, ইসমাইল হোসেন, আবদুল করিম’ সহ সদর উপজেলা ছাত্র সমাজের অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় ইউনিয়ন বিজেপির সভাপতি আবদুল মতিন চৌকিদারের সভাপতিত্বে এছারাও আরো উপস্থিত ছিলেন, উপজেলা শাখা ছাত্র সমাজ নেতা শাহরিয়ার শাকিল, এ আর রনি, আবুল হাশেম, পৌর শাখার আহ্বায়ক মোঃ রুবেল ও সদস্য সচিব ‘জাকারিয়া আহমেদ সাজিদ, রাজাপুর ইউনিয়ন বিজেপি নেতা মোঃ হারুন হাওলাদার, শাহজামাল, যুব সংহতির আহ্বায়ক বাকের চৌকিদার, কাচিয়া ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি মোঃ রিয়াজ, রাজাপুর ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি মোঃ মিন্টু দেওয়ান ও সহ-সভাপতি আলামিন চৌকিদার সহ স্থানীয় ইউনিয়ন বিজেপি ও ছাত্র সমাজের শতশত নেতাকর্মীরা।
You cannot copy content of this page