লালমোহন প্রতিনিধি।।
ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবার) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলবে। তারা বলেন, তাই নিষেধাজ্ঞার এই সময়ে সকলকে ইলিশ আহরণ, মজুদ এবং বেচা-কেনা থেকে বিরত থাকতে হবে। সঠিকভাবে মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়ন করা গেলেই ইলিশ সম্পদের উন্নয়ন করা সম্ভব হবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার মো. নূর আলম শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, লালমোহন থানার ওসি আবু সাহাদাৎ মো:হাসনাইন পারভেজ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবীরা এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page