নিজাম উদ্দিন দিপু।।
ভোলা জেলা স্যানিটারি টাইলস্ ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মহাজনপট্টি এলাকায় বসুন্ধরা ট্রেডিং এ জরুরি সভায় উপস্থিত সকলের ঐক্যমতে ৭ সদস্য বিশিষ্ট ভোলা জেলা স্যানিটারি টাইলস্ ব্যবসায়ী মালিক সমিতি কমিটি গঠন করা হয়।
কমিটিতে জাফর ইকবালকে সভাপতি, গিয়াস উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, আবুল হাসনাতকে সাধারণ সম্পাদক, ফিরোজ আলমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল গোলদারকে সহ-সাধারণ সম্পাদক, নিরব হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক, ইসমাইল হোসেনকে কোষাধক্ষ্য করা হয়।
নব-গঠিত এই কমিটি ভোলা জেলার ব্যবসায়ীদের নানা অধিকার রক্ষাসহ জেলার ব্যবসা-বাণিজ্যের মান উন্নয়নে কাজ করবে বলে আশা করেন নবগঠিত কমিটির সদস্যরা। তারা আরো জানান, শীঘ্রই পুর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের গতি বৃদ্ধি করা হবে।
You cannot copy content of this page