নিজস্ব প্রতিবেদক।।
ভোলা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) মো. এনায়েত হোসেন’সহ পুলিশের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ভোলা জেলা পুলিশ সুপার মো. শরীফুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) মো. এনায়েত হোসেনকে গোয়েন্দা শাখা থেকে বদলি করে ভোলা পুলিশ লাইন্সের লাইন ওয়ারে যুক্ত করা হয়েছে। এছাড়াও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেলকে পুলিশ সুপার কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার (পিআরও), সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেলের ইনচার্জ মো. জিল্লুর রহমানকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ সুপার কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) মো. ইকবাল হোসেনকে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) হিসেবে বদলি করা হয়েছে জানা যায়।
You cannot copy content of this page