স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশে ছাত্র-জনতার গন আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ভোলা সরকারী কলেজে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়েছে।
রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোলা সরকারী কলেজ প্রাঙ্গনে এ কর্মসুচি পালন করা হয়।
এসময় কর্মসূচিতে কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ফজলুল করিম ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও ভোলা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ হারুন-অর-রশিদ ট্রুম্যান। এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহবায়ক সদস্য ও ভোলা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুল কাদের সেলিম, ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর, ভোলা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের আহবায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরাফাত ইসলাম, মোঃ সিরাজ, মোঃ মিজানুর রহমান , মোঃ সাব্বির ইসলাম ও আহবায়ক সদস্য আব্বাস উদ্দিন তাঞ্জিল, আবদুস সামাদ, ফজলে রাব্বি’সহ কলেজের শিক্ষার্থীরা।
You cannot copy content of this page