আশরাফুল আলম সজিব।।
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রিড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সহ ৩০ জন আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ভোলা শহরে এ বিক্ষোভ মিছিল করে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দকার আল আমিন এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি উপেক্ষা করে ভোলা কালীনাথ রায়ের বাজার জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাস্কুল মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোনতাছির আলম রবীন চৌধূরী, জাকির হোসেন মনির, লুকু চৌধুরী, মীর রনি, মেঃ হিরন, আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ইব্রাহিম খলিল, সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল, পৌর আহ্বায়ক অজিউল্যাহ সূমন। এছাড়াও উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিলে।
You cannot copy content of this page