ভোলার জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম “ভোলা জার্নাল” পত্রিকায় গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে ‘’বিএনপির নাম ভাংগিয়ে দখলদারি ও চাঁদাবাজিতে লিপ্ত সাবেক ইউপি আওয়ামীলীগ নেতা আব্দুল হাই মাতাব্বর” এই শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন নিবাসী আব্দুল হাই মাতাব্বর। তিনি বলেন- প্রকাশিত সংবাদটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক।
তিনি আরো বলেন, সংবাদে উল্লিখিত খেয়াঘাট এলাকায় কাজী ফার্ম এন্ড ফিডসের কোন নীরিহ লেবার/যেকারো থেকে কোন কাজের বাহানায় আমি কোন প্রকার অর্থ নেইনি বা কাউকে বাধ্য করিনি। এসব কথা/ঘটনার বাস্তব কোন অস্তিত্ব নেই। আমি অবৈধ পন্থায় কারো জমি দখল করা ও অত্র এলাকার কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান এবং কোন ব্যবসায়ীর কাছ থেকে আমি কোন টাকা চাঁদা গ্রহণ করিনি। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য। আমার বিরুদ্ধে প্রকাশিত এই নিউজের প্রতিবেদককে যিনি বা যাহারা এসব অভিযোগ দিয়েছে, তাহারা আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এসকল বানোয়াট, মিথ্যা প্রমাণসমূহ ও সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে মনগড়া- সাজানো অভিযোগ বানিয়ে সংবাদ মাধ্যমের কাছে সরবরাহ করেছে। তিনি বলেন, আমি জানি অত্র এলাকায় একটি চক্র আমার বিরুদ্ধে প্রতি মুহূর্ত আমার রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে। হয়তো তারাই এসব মিথ্যা, বানোয়াট, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশে এসকল মিথ্যা তথ্য সরবরাহ করে যাচ্ছে, আমি অতি শীগ্রি তাদের চিহ্নিত করবো। পরিশেষে তিনি পুনরায় বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানীমূলক এবং সম্মানহানিকর। এসব সংবাদ প্রকাশ করিয়ে আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার পায়তারা করছে একটি চক্র। আমি এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবেদকের বক্তব্য : সংবাদটিতে স্থানীয় অভিযোগকারী ব্যক্তিদ্বয়, ভুক্তভোগীদের বক্তব্য ও সরেজমিনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে করা হয়েছে। এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি এবং এখানে প্রতিবেদকের নিজস্ব কোনও বক্তব্য নেই।
You cannot copy content of this page