নিজস্ব প্রতিবেদক।।
ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ভোলা প্রেসক্লাব।
রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে বিদায় সংবর্ধনা জানান ভোলা প্রেসক্লাবের সদস্যরা। ভোলা প্রেসক্লাব আহবায়ক নজরুল হক অনু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক আবু তাহের, আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক, ইউনুছ শরীফ, ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, মেজবাহ উদ্দিন শিপু, মিজানুর রহমান, নেয়ামত উল্লাহ, এইচ এম জাকির, বশির আহাম্মেদ, এইচ এম নাহিদ, অচিন্ত্য মজুমদার, কামরুল ইসলাম, ইকরামুল আলম প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পাটোয়ারীসহ ভোলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এসময় পুলিশ সুপার জেলার সকল সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই জেলায় ২৪ শে আগস্ট ২০২৩ সালে যোগদানের পর থেকে সকলের সহযোগিতা ও পেশাদারিত্বের মনোভাব ও নিষ্ঠার কারণে জেলার সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারের কর্মময় জীবনের সফলতা ও সুস্থ্যতা কামনা করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক মনিরুল ইসলামের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক এডভোকেট মনিরুল ইসলাম।
You cannot copy content of this page