শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে ভোলা একটি বীরের জেলা- সারজিস আলম ভোলায় ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় মুসুল্লিদের পুরস্কৃত করলেন কমিটি ভোলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটকের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি কোস্টগার্ডের বিরুদ্ধে ভোলায় রাতের আধাঁরে বেড়িবাঁধের শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ জনবল সংকটে ভোলা সদর হাসপাতাল; ১০০ শয্যার জনবল দিয়ে চলছে ২৫০ শয্যার কার্যক্রম, ব্যাহত চিকিৎসা সেবা ভোলার ধনিয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শৈত্য প্রবাহে কাঁপছে ভোলা, ছড়িয়ে পড়ছে ঠান্ডাজনিত রোগ ভোলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চরফ্যাশনে পরিত্যাক্ত নসিমন থেকে বিপুল পরিমাণ বিদেশি শাড়ি জব্দ

ভোলায় সাবেক এমপি পার্থ’র হস্তক্ষেপে নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বিচারিক কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ইসমাইল হোসেন আরিফ।। 

অবশেষে ভোলার নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে শুরু হয়েছে বিচারিক কার্যক্রম। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর কার্যক্রম।

জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ” ভোলার সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনের ইগোর দ্বন্দ্বের সমাধান করে প্রতীক্ষিত ভবনটির কার্যক্রম শুরু করিয়েছেন।

আন্দালিব রহমান পার্থ ভোলার বিচার প্রার্থীদের ভোগান্তি লাগবে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে অনুরোধ করলে আইন উপদেষ্টা ও আইন সচিবের একান্ত চেষ্টায় বহুল প্রতীক্ষিত ৮ তলা এই ভবনটির প্রথম দিনের কার্যক্রম শুরু করেন ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এ, এইচ, এম, মাহমুদুর রহমান। ২০২৩ সালের ডিসেম্বর মাসের দিকে কাজের পরিসমাপ্তি ঘটলেও আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনের জন্য অপেক্ষায় ছিলো দীর্ঘ আট মাস। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবনির্মিত চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত ভবনে এক মতবিনিময় সবার মধ্য দিয়ে শুরু হলো এর বিচারিক কার্যক্রম।

মতবিনিময় সভায় জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক এর সভাপত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জজ (নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল) মোঃ আনোয়ারুল হক, অতিরিক্ত জেলা জজ মোঃ আলী মুনসুর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক হোসাইন ও মোঃ সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ বশির উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হক লিটু, জিপি মোঃ নুরুন নবী, সিনিয়র আইনজীবী বারের সাবেক সভাপতি মোঃ ফরিদুর রহমান ও মোঃ সালাউদ্দিন হাওলাদার, মুন্সি জহিরুল ইসলাম খসবু, আমিনুল ইসলাম বাছেদসহ আদালতের সকল আইনজীবী সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এদিকে ঘন্টা ব্যাপী চলা মতবিনিময় সভায় প্রধান অতিথি সহ উপস্থিত বিভিন্ন ম্যাজিস্ট্রেট ও আইনজীবীদের বক্তব্যে উঠে আসে নবনির্মিত ভবনে শুরু হওয়া বিচারিক কর্মকাণ্ডের বিভিন্ন সফলতা। তারা বলেন, দীর্ঘদিন যাবত একই ভবনের মধ্যে একটি এজলাসেই পালাক্রমে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হতো। তাতে করে একদিকে যে মন সময় লাগতো অন্যদিকে ক্রমশ মামলার জট পড়ে থাকতো। তাছাড়া দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে দূরদূরান্ত থেকে আসা সেটা দেখে আশা সাধারণ মানুষের ভোগান্তিও ছিল কয়েক গুণ। বর্তমানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পৃথক হওয়াতে একই সময়ে পরিচালনা করা যাবে দুটি আদালতের কার্যক্রম। তাতে করে সময়ও বাঁচবে কমে যাবে মামলার জটও। তাছাড়া একই রুমে কর্মকর্তা-কর্মচারীরা ধারণ ক্ষমতার চেয়েও বেশি গাধাগাদি করে চেয়ার টেবিল বিছিয়ে পরিচালনা করছেন তাদের কার্যক্রম। তাতে করে বরাবরই তাদের কর্মকাণ্ডে অনেকটাই বেক পেতে হচ্ছে। তাই নতুন ভবনের মাধ্যমে সকল ধরনের সমস্যাই নিরসনের মধ্য দিয়ে শুরু হলো চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম।

তবে কিছু কিছু আইনজীবীদের বক্তব্যে উঠে এসেছে কিছুটা বিরূপ প্রতিক্রিয়াও। যেখানে আট তলা বিশিষ্ট বিশাল এই ভবনটিতে ছয়টি লিফট হলেও কম হয়ে যেত, সেখানে মাত্র তিনটি লিফট দেওয়ায় ছয় সাত তালায় উঠতে গিয়ে অনেকেরই পড়তে হবে দীর্ঘ লাইনে। এতে করে কোন কোন ক্ষেত্রে এজলাসে মামলা উঠে গেলে সেই মামলার আইনজীবী যথাসময়ে উপস্থিত না থাকতে পারলেও পরবর্তীতে যেন একই মামলায় পুনরায় চালু করার সুযোগ রাখা হয় সেই দৃষ্টিকোণ থেকেও আইনজীবীরা তাদের পরামর্শ তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারির দিকে ভোলার গণপূর্ত বিভাগ সদর রোডের একেএমইজেবি নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর আট তালা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ পাঁচ সাড়ে চার বছর পর ২০২৩ সালের ডিসেম্বর মাসের দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরোপুরি ভবন নির্মাণসহ ভেতরে আধুনিক ডেকোরেশনের মধ্যমে সম্পূর্ণ কাজ সমাপ্তির মাধ্যমিক তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page