ওমর ফারুক।।
ভোলার লালমোহন পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল কবির তার ভাবির করা মামলায় কারাগারে গেলেন।
রোববার (১৪ জুলাই) কোর্টে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভোলার জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. ফারুক হোসেন। এবিষয়ে বাদিনীর আইনজীবী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জানান, সাইফুল কবিরের বড় ভাই জিয়াউল কবির বরকত একজন প্রতিবন্ধী। তাদের মা নিজের জমি বিক্রি করে দুই ভাইয়ের জন্য যৌথ ঘর করে দেন। কিন্তু সাইফুল কবির তার প্রতিবন্ধী ভাইকে ওই ঘর থেকে উৎখাত করার পাঁয়তারা করছিল। তারই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল ভাই জিয়াউল কবির বরকত ও তার স্ত্রীকে মারধর করে সাইফুল কবির ও তার লোকজন। এ ঘটনায় দেবর সাইফুল কবিরসহ ৭ জনকে আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন তারই ভাবি জেসমিন আক্তার।
ওই মামলায় হাজিরা দিতে এলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সাইফুল কবিরের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
You cannot copy content of this page