সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশু’কে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ভোলা সদর মডেল থানা পুলিশ দৈনিক আমার দেশ’কে ভোলার রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের অভিনন্দন সা’দপন্থীদের বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক ভোলায় ইটভাটা মালিক সমিতির ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন আজ ১০ই ডিসেম্বর’ ভোলা পাক’হানাদার মুক্ত দিবস আজ ১০ ডিসেম্বর, ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গনঅধিকার পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

দৌলতখানে নিজ উদ্যোগে এক অসহায় প্রতিবন্ধী পরিবারকে ‘সেমিপাকা ঘর’ উপহার দিলেন এমপি মুকুল

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৬৪ বার পঠিত

দৌলতখান প্রতিনিধি।।

দৌলতখানের চরখলিফা ইউনিয়নে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এক অসহায় পরিবারের জন্য ব্যাক্তিগত উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ‘সেমিপাকা ঘর’ করে দিয়েছেন। দৃষ্টিনন্দন সেমিপাকা ঘরটি পেয়ে হাঁসি ফুটেছে ঐ পরিবারের সবার মুখে। এছারাও প্রতি মাসে এমপি তোফায়েল আহমেদ ফাউন্ডেশন থেকে তাদেরকে ৫ হাজার টাকা করে দেয়া হবে।

দিনের পর দিন ঝুপড়ি ঘরে অনাহারে দিন কাটছিলো ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ফজলুর রহমান, জরিনা ও সকিনার। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সংকট থেকে পরিবারটি বের হতে পারছিলোনা। বাবা-মা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। ছয় ভাই বোনের মধ্যে তিনজনই জন্ম থেকে অন্ধ। বয়সের ভারে ভিক্ষাবৃত্তিও করতে পারেন না তারা।

সোমবার (৮ জুলাই) তাদেরকে ঘর উপহার দিয়ে এই স্বপ্নের নীড়ের শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তিন প্রতিবন্ধি ভাই-বোন স্বপ্নের নীড় পেয়ে তারা বলছেন, এমপি মুকুল শুধু ঘর করে দেন নাই, তাদের জন্য নতুন একটি পৃথিবী সৃষ্টি করে দিয়েছেন। এমপি মুকুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন বলে জানান প্রতিবন্ধী অসহায় ভাইবোনরা।

এ বিষয় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, পরিবারটি দীর্ঘদিন ধরে মানবেতর জীবন-যাপন করছিলো। তাই তাদের থাকার জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে একটি সেমিপাকা ঘর করে দেই এবং প্রতি মাসে তাদেরকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে তাদের। তিনি আরও বলেন, আমি আমার সাধ্যমতো যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি এবং মানুষের সেবায় ভবিষ্যতেও আমার আন্তরিক চেষ্টা অব্যহত থাকবে। এসময় চরখলিফা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম হোসেন ওমি চৌধুরী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

You cannot copy content of this page