দৌলতখান প্রতিনিধি।।
দৌলতখানের চরখলিফা ইউনিয়নে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এক অসহায় পরিবারের জন্য ব্যাক্তিগত উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ‘সেমিপাকা ঘর’ করে দিয়েছেন। দৃষ্টিনন্দন সেমিপাকা ঘরটি পেয়ে হাঁসি ফুটেছে ঐ পরিবারের সবার মুখে। এছারাও প্রতি মাসে এমপি তোফায়েল আহমেদ ফাউন্ডেশন থেকে তাদেরকে ৫ হাজার টাকা করে দেয়া হবে।
দিনের পর দিন ঝুপড়ি ঘরে অনাহারে দিন কাটছিলো ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ফজলুর রহমান, জরিনা ও সকিনার। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সংকট থেকে পরিবারটি বের হতে পারছিলোনা। বাবা-মা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। ছয় ভাই বোনের মধ্যে তিনজনই জন্ম থেকে অন্ধ। বয়সের ভারে ভিক্ষাবৃত্তিও করতে পারেন না তারা।
সোমবার (৮ জুলাই) তাদেরকে ঘর উপহার দিয়ে এই স্বপ্নের নীড়ের শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তিন প্রতিবন্ধি ভাই-বোন স্বপ্নের নীড় পেয়ে তারা বলছেন, এমপি মুকুল শুধু ঘর করে দেন নাই, তাদের জন্য নতুন একটি পৃথিবী সৃষ্টি করে দিয়েছেন। এমপি মুকুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন বলে জানান প্রতিবন্ধী অসহায় ভাইবোনরা।
এ বিষয় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, পরিবারটি দীর্ঘদিন ধরে মানবেতর জীবন-যাপন করছিলো। তাই তাদের থাকার জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে একটি সেমিপাকা ঘর করে দেই এবং প্রতি মাসে তাদেরকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে তাদের। তিনি আরও বলেন, আমি আমার সাধ্যমতো যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি এবং মানুষের সেবায় ভবিষ্যতেও আমার আন্তরিক চেষ্টা অব্যহত থাকবে। এসময় চরখলিফা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম হোসেন ওমি চৌধুরী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page