ওমর ফারুক।।
ভোলায় বিষাক্ত রাসেল ভাইপারের দংশনের শিকার হয়েছেন এক কৃষক। শুক্রবার (২১ জুন) বিকাল ৫টার দিকে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কৃষকের নাম আফিজুল ইসলাম বয়াতি। তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষক মো. আফিজল বয়াতি শুক্রবার বিকেল ৫টার দিকে মাঠে গিয়েছিলেন ঘাস কাটতে। এ সময় বিষাক্ত রাসেল ভাইপার তাকে দংশন করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন এবং আফিজুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পল্লি চিকিৎসক এরশাদ।
এই বিষয়ে ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু আহমেদ সাঈফ জানান, সদর উপজেলার দক্ষিণ দিঘলদী থেকে এক ব্যক্তি হাসপাতালে এসেছেন। তবে সাপে দংশন করেছে এমন লক্ষণ এখন পর্যন্ত প্রকাশ পায়নি। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। তিনি আরও বলেন- ভোলা যেহেতু নদী মাতৃক এলাকা, তাই সবাইকে সচেতন থাকতে হবে বলে জানান তিনি।
You cannot copy content of this page