ভোলা জার্নাল রিপোর্ট।।
ভোলা সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আখতার চৌধুরী বলেছেন, আপনারা আমাকে যেভাবে ‘হাঁস প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। তিনি বলেন, আমার স্বামী তার জীবনের শেষ দিন পর্যন্ত রাজাপুরবাসীর সেবা করে গিয়েছে। আমার বড় ছেলে ভোলা সদর হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত থেকে সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও আমার পরিবারের অনেক সদস্য ভোলায় বিভিন্নভাবে মানুষের সেবা করে যাচ্ছে। বিশেষ করে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী এবং আমি একই পরিবার।
তিনি আরও বলেন, গত ২১শে মে আপনারা ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে আমাকে মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখিয়েছেন। আমি এবং আমার পরিবার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে। আপনাদের জন্য সব সময় আমার দরজা খোলা থাকবে। যেকোন প্রয়োজনে আমার বাসায় চলে যাবেন অথবা ফোন করবেন। সদ্য সমাপ্ত হওয়া ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান সালেহা আখতার চৌধুরী নির্বাচন পরবর্তী রাজাপুর, পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশার সর্ব-সাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব-ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ভাইস চেয়ারম্যান পুত্র ও ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী সাক্ষর, ইলিশা মডেল কলেজ এর প্রভাষক মোঃ সোহাগ, তৈয়বা খাতুন মডেল একাডেমির প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, সমাজসেবক মিলন চৌধুরী, স্থানীয় সাংবাদিক ইয়ামিন হোসেন সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page