ভোলা জার্নাল রিপোর্ট।।
ভোলা সদর ও চরফ্যাশন থেকে পৃথক পৃথক তিনটি দুর্ঘটনায় এক শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ জুন) সকালে – দুপুরে পৃথক তিনটি স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে।পুলিশ সূত্রে জানাযায়, সোমবার সকালে চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অপরদিকে, সকাল সাড়ে ৮টায় ভোলা সদর উপজেলার ৩নং ওয়ার্ডের পশ্চিম ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রাম থেকে মো. মামুন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মামুন ওই গ্রামের মো. মহিউদ্দিন মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, রোববার দিনগত রাতের কোনো একসময় বাড়ির আম গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে মামুন আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছারাও দুপুর সাড়ে ১২টায় একই উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে রেদোয়ান নামের তিন বছর বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রেদোয়ান ওই ওয়ার্ডের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। বাড়ির পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
You cannot copy content of this page