নিজস্ব প্রতিবেদক।।
ভোলায় পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক আজকের ভোলার স্টাফ রিপোর্টার, দৈনিক খোলা কাগজ ও নিউএইজ এর ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
বুধবার (২২ মে) রাত সাড়ে নয়টায় ভোলা জেলা সদরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক মিজানুর রহমান জানিয়েছেন, নতুন বাজারে যানজট ও অবৈধ দখল বানিজ্যের সংবাদ সংগ্রহকালে তথ্য চিত্র (ভিডিও) দৃশ্য ধারণ করার কারণে চিহ্নিত বখাটে সবুজ ওরফে ভাঙ্গা সবুজ ও মাদক কারবারী, চাঁদাবাজদের নেতৃত্বে ১০/১২ জনের দুর্বৃত্তদল এ হামলা চালিয়েছে। এবং হামলার শেষে সাংবাদিক মিজানের হাত পুড়িয়ে দিয়েছে বলে জানায় তিনি। ঘটনার সময়ে উপস্থিত বাজারের ব্যবসায়ী ও পথচারীরা জানায়, হামলার সাথে আরো অনেকে জড়িত ছিলো, যাদেরকে নতুনবাজারের অবৈধ দখলদার হিসেবে সকলেই চিনে। তাদের মধ্যে ভাঙ্গা সবুজকে পুলিশ আটক করেছে।
এদিকে সাংবাদিক মিজানের উপর হামলার খবরে গণমাধ্যম কর্মীরা তাৎক্ষণিক নতুন বাজার সংলগ্ন সদর মডেল থানায় গিয়ে বিষয়টি ওসি মনির হোসেনকে জানালে, তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। বখাটে-সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তিনি হামলাকারী ক্যাডারদের প্রশ্রয় দিয়ে বলেন, উল্টো আহত সাংবাদিক মিজানুর রহমানের বিরুদ্ধে যেনো মামলা দেয়া হয়। এতে থানায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা সংক্ষুদ্ধ হলে তিনি সকলের প্রতিবাদের মুখে থানায় আগত ঘটনার প্রধান অভিযুক্ত ভাঙ্গা সবুজকে আটক করতে বাধ্য হন।
সাংবাদিকদের সাথে ওসির এহেন দূব্যর্বহারের বিষয়টি গণমাধ্যমকর্মীরা পুলিশ সুপার মাহিদুজ্জামানকে জানালে তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। হামলার ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা করতে গেলে সাংবাদিক মিজানুর রহমানের ভাই মাকসুদুর রহমান মহসিন কে ওসি আটক করে রাখেন। এতে সাংবাদিকরা থানায় গিয়ে প্রতিবাদ জানালে ওসি মনির তাদের সাথে ফের দুর্ব্যবহার করেন। এতে ক্ষুব্ধ সাংবাদিকরা ওসি মনিরের প্রত্যাহারের দাবীতে মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে সাংবাদিক মিজানুর রহমানের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন, ভোলা প্রেসক্লাব, ভোলা রিপোর্টার্স ইউনিটি, মফস্বল সাংবাদিক ফোরামসহ জেলার সকল গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন।
You cannot copy content of this page