ভোলা জার্নাল রিপোর্ট ||
ভোলা সদর উপজেলার উন্নয়ন ও অগ্রগতির কথা বিবেচনায় নিয়ে জনগণ ইউনুছ-পলাশকে ভোট দিবে বলে আশা প্রকাশ করেছেন স্থানী জনগন।
শনিবার (১৮ মে) এক আলোচনা সভায় তারা বলেছেন, ভোলার অভিভাবক সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদের নেতেৃত্বে ভোলা সদরের উন্নয়ন কাজ এখন দৃশ্যমান, যা ব্যাপক প্রশংসিত। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আগামী ২১ মে সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মটরসাইকেল ও উড়োজাহাজ মার্কাকে বিজয়ী করতে হবে। উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংঘার হাটের ইউনিয়ন পরিষদ মাঠে ‘কেন জনগণ মটর সাইকেল ও উড়োজাহাজে ভোট দেবে’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র আলহাজ্ব সালাউদ্দিন লিংকন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইউনুছ। আলোচনায় অংশ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, শিল্প সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহীম খোকন, যুগ্ম সম্পাদক শিরাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু মোল্লা, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, পিন্টু তালুকদার, সেচ্ছাসেবকলীগ সভাপতি আবু সায়েম, সহসভাপতি আবিদুল আলম, যুবলীগ নেতা সুশান প্রমুখসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগন।
সভায় বক্তারা বলেন, গত ১৫ বছর আলহাজ্ব মোঃ ইউনুছ ভাইস চেয়ারম্যান থেকে যেভাবে পরিষদ চালিয়ে ভোলার অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করেছে, তা অভূতপূর্ব। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতেই জনগণ তাকেই চেয়ারম্যান বানাতে হবে। জনগণের ভোটে বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপস্থিত নেতারা আরো বলেন, অতীতে মোশারেফ হোসেনকে দল চেয়ারম্যান বানিয়ে ভুল করেছিলো, তা সকলের কাছে স্পষ্ট। কারণ তার ১০ বছরের আমলে ভোলা সদর উপজেলায় তিনি ও তার আতœীয়রা দুর্নীতিতে হ্যাট্রিক করেছিলো। তিনি কোন দিন মনে করেননি, এভাবে দেশে ভোট হবে, মানুষের কাছে ভোট প্রাথনা করতে হবে। তার পরেও এবার চেষ্টা করেছেন আবারও অটো পাশে চেয়ারম্যান হবেন তা আর হলোনা। ভোলার সাধারণ মানুষ আজ মোঃ ইউনুছকে তাদের মাঝে পেয়ে গর্ববোধ ও আনন্দ উল্লাস করে ভোটের বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সব শ্রেণীর মানুষ মটর সাইকেল ও উড়োজাহাজ মার্কায় ভোট দেবেন।
You cannot copy content of this page