ভোলা জার্নাল রিপোর্ট ||
ভোলা জেলার জনপ্রিয় প্রিন্ট পত্রিকা দৈনিক ভোলার বাণী’তে গত ৭ই মে ‘সরকারের কাছে সহযোগিতা চাইলেন হাছিনা-রেনু’ শিরোনামে দুই বোনের অস্বচ্ছলতার একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি দৃষ্টিগোচর হয় ভোলা জেলা প্রশাসনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় দুই বোনের খোঁজ-খবর নেয়ার জন্য ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।
শনিবার (১১ মে) বিকেল তিনি অসহায় দুই বোনের বাড়ীতে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং তাদের সকল বিষয়ের খোঁজখবর নেন। অসহায় দুই বোনের সাথে কথা বলার পর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল জানান, ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরছিফলী গ্রামের মৃত আলী আহমেদের মেয়ে হাছিনা-রেনু’কে নিয়ে ভোলার বাণী’তে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের পর আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে তাদের কাছে উপহার পৌছে দিয়েছি। দুই বোনকেই আলাদা আলাদাভাবে এ ত্রাণ উপহার দেয়া হয়েছে। উপহারের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২টি করে ৪টি কম্বল, লবন, ডাল, তেল, চিনি, হলুদ, মরিচসহ এছারাপ অন্যান্য সামগ্রী।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় দুই বোন যাতে করে ঘর উত্তোলন করতে পারে তার জন্য দুই বোনকে (কয়েক ভান) টিন দেয়া হবে। তাছারাও ওই টিন যাতে তারা ঘরে লাগাতে পারে সেই জন্যেও নগদ অর্থের ব্যবস্থা করা হবে। এছাড়াও সরকারের অন্যান্য যে সকল সুযোগ-সুবিধা রয়েছে সেসবের তালিকার আওতায় এই দুই বোনকে আনা হবে। এসময় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফেরদাউস সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page