ভোলা জেলার মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন এক ইউপি চেয়ারম্যান। উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন মনপুরার ৩নং উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃজাকির হোসেন মিয়া।
বুধবার (৮ই মে) দুপুর দেড়টায় উপজেলা চেয়ারম্যান পদে অনলাইনে মনোয়নয়নপত্র দাখিল করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম ও নির্বাচন অফিসার গিয়াস উদ্দিন তালুকদারের কাছে মনোয়নয়নপত্রের হার্ডকপি দাখিল করেন সদ্য পদত্যাগকারী ৩ নং উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া। এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আজ বুধবার তিনি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা যায়, উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে জাকির হোসেন মিয়ার মেয়াদ এখনো দুই বছর রয়েছে। ইউনিয়ন পরিষদের মামলার জটিলতায় ভোট বন্ধ থাকায় তিন মেয়াদে ১৩ বছর ধরে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। আগামী ৫ জুন চতুর্থধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগকারী জাকির হোসেন মিয়া জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ইউপি চেয়ারম্যান হতে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেছি। তফসিল অনুয়ায়ী, চতুর্থধাপে মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ই মে।
You cannot copy content of this page