ভোলা জার্নাল রিপোর্ট ||
উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ইং এর আর মাত্র কয়েকদিন বাকি আছে। এরমধ্যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় ভোলার দুইবারের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন ভোলার দক্ষিণ দিঘলদীতে নির্বাচনের লিফলেট বিতরণ করেছেন। এসময় লিফলেট বিতরণ কালে মোশারফ হোসেনকে স্বাগতম জানান ইউপি সদস্যরা।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সকল স্তরের মানুষ বিপুল ভোটে মোশারফ হোসেনকে জয়যুক্ত করবে বলে কঠোর স্লোগানে আশ্বস্ত করেছেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন সকলকে আশ্বস্ত করে বলেন, চেয়ারম্যান হলে বিগত দিনের মতো সকলের পাশে দাঁড়াবেন। তিনি আরো বলেন চেয়ারম্যান হলে শতভাগ বেকারত্ব কমিয়ে সকলকে কর্মসংস্থানের আওতাভুক্ত করবেন বলে সকলকে জানান তিনি।