ভোলা জার্নাল রিপোর্ট ||
ভোলা সদর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৬ মে) বিকেলের দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ’র বাহাদুরপুর চরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মফিউল্লাহ। তিনি চর আনন্দ রোডের কালুপুর ১নং ওয়ার্ডের মোস্তফা বোপারীর ছেলে বলে জানা গেছে।
জানা যায়, সোমবার বিকেলের দিকে ভোলায় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ’র বাহাদুরপুর চরে গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় ছিলেন মফিউল্লাহ। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে তিনি বজ্রপাতে আহত হয়ে মৃত্যু বরন করেন। মফিউল্লাহ পেশায় একজন কৃষক ছিলেন।
মফিউল্লাহার উপর ব্রজপাতের আঘাতের কথা শুনে তাহার আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা ছুটে যান বাহাদুর পুর চরে। সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনাস্থল থেকে তাকে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকাল ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
You cannot copy content of this page