ইয়ামিন হোসেন।।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাস্তার মাথা সংলগ্ম একটি পানের বরজে দৃর্বত্তদের দেওয়া আগুনে ৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত রাতে পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডের হারুন নামের এক চাষীর পানের বরজে এ ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায়, পশ্চিম ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা নাগর চৌকিদার এর ছেলে হারুন দীর্ঘ তিন বছর পূর্ব ইলিশা রাস্তার মাথা সংলগ্ম পানের বরজ করে জীবিকা নির্বাহ করে আসছে। গত কয়েকদিন পূর্বে হারুনের পানের বরজে প্রতিবেশী মৎস্য ব্যবসায়ী লিটনের ছাগল প্রবেশ করে পান গাছ নষ্ট করেন। হারুন বিষয়টি লিটনকে জানালে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিটন হারুন কে হুমকি দিয়ে বলেন কি ভাবে তোর বরজ এখানে থাকে, আমি দেখে নিবো। এ ঘটনার তিনদিন পরই গতকাল রাতে হারুনের বরজে আগুণ জ্বলতে দেখেন স্থানীয়রা। আগুণে হারুনের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে পান চাষীরা।
পান চাষি হারুন জানান, লিটন আমাকে হুমকি দিয়েছে এখানে কি ভাবে বরজ রাখি সে দেখে নিবে। তার হুমকির পরই এ ঘটনা। লিটন কে-ই দায়ী করেন হারুন।
এদিকে অভিযুক্ত লিটন এর সাথে যোগাযোগ করতে তার বাড়ীতে গিয়েও পাওয়া যায়নি তবে লিটনের স্ত্রী আমেনা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছে। প্রয়োজনে মসজিদে গিয়ে বলবো যে এ ঘটনার সাথে আমরা জড়িত না।
উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান জানান, ঘটনাটি আমি শুনেছি পূর্ব শক্রতা থেকে কে বা কাহারা রাতের অন্ধকারে আগুণ দিয়েছে তবে আমরা ঘটনাস্থলে যাবো ।
ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page