ভোলা জার্নাল রিপোর্ট||
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম ইলিশা ইউনিয়নবাসীর ব্যানারে মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম ইলিশা হাওলাদার মার্কেট সংলগ্ন মাঠে এই উঠান বৈঠক হয়।
ইউনিয়ন আ’লীগের আয়োজনে, ছগির আহাম্মেদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামূল হক আরজু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় পশ্চিম ইলিশা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান পদপ্রার্থী মোশারেফ হোসেন উঠান বৈঠকে তার বক্তব্য বলেন, সাধারণ মানুষের অর্থ সামাজিক মুক্তির জন্য কাজ করবেন। পাশাপাশি বেকার সমস্যা সমাধান করা সহ উপজেলার উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে পূনরায় সুযোগ করে দেওয়ার জন্য সকলের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন সকলে।
You cannot copy content of this page