আরিয়ান আরিফ।।
মুন্সিগঞ্জ সদর থানায় করা পর্নোগ্রাফি মামলার এক পলাতক আসামিকে ভোলা থেকে গ্রেফতার করছে ভোলা সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ শাহিন (২৭) ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ বাবুলের ছেলে।
বৃহসপতিবার (৭ নভেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ।
তিনি জানান, মুন্সিগঞ্জের একটি মেয়ের সাথে মোবাইলে দীর্ঘদিন প্রেম করে আটককৃত শাহিন। প্রেমের এক পর্যায়ে মেয়েটির কাছ থেকে বিভিন্ন ছবি নেয় এবং ফেসবুকের পাসওয়ার্ড নেয়। তার মাধ্যমে মেয়েটির ব্যক্তিগত ছবি সংগ্রহ করে। এই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বেশি মেয়েটির কাছ থেকে নেয়। মেয়েটি তার বাসা থেকে চুরি করে শাহিনের চাহিদা পূরণ করতেছিল। এক পর্যায়ে মেয়েটি সুইসাইড করতে গিয়ে সেখান থেকে ফিরে আসে থানা পুলিশের সহায়তা নেয়।
তিনি আরও জানান, পরবর্তীতে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ তার মোবাইল নাম্বারে সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মোবাইল নাম্বার ভোলা সদর থানার ভেদুরিয়া এলাকায় ট্রাক করে। ভোলা সদর মডেল থানার পুলিশ তাকে বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাড়ি থেকে আটক করে। ভোলা থেকে আটককৃত শাহিন কে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা প্রক্রিয়া চলমান বলে জানান এই চৌকশ পুলিশ কর্মকর্তা।
You cannot copy content of this page